ঢাকা ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
সিলেটের ওসমানীনগরে শাহ জাহান (২৬), মিজান মিয়া (৩৫) ও বেলাইত হোসেন রাজু (২৫) নামের ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর সেতু উত্তরপার হতে বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশ তিন ছিনতাইকারীদের আটক করে।
এ সময় তাদের নিকট থেকে একটি সিএনজি অটোরিকশা, ৫টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি বাটযুক্ত চাকু উদ্ধার করে পুলিশ।
আটককৃত শাহ জাহান মোগলাবাজার থানার শরিষপুর (সিলাম খালপার) এলাকার রফিক মিয়ার ছেলে, মিজান মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার মাছুখালি গ্রামের মৃত কামাম মিয়ার ছেলে এবং বেলাইত হোসেন রাজু সিলেটের মোগলাবাজার থানার গঙ্গাপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে শনিবার ওসমানীনগর থানায় একটি (মামলা নং-০৪) দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : শাহ্ মাশুকুর রশীদ
নির্বাহী সম্পাদক. হাফেজ মাসরুর আহমাদ
ফোন : +44 7464 932581
ইমেইল : rajpothonline@gmail.com
Address : 77 Welch Road,Cheltenham ,
GL51 0EA Uk
Design and developed by BEST-BD