ঢাকা ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার মেলায় এসব হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।’
তিনি বলেন, ‘এটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন, তারা অঙ্গীকার করেছেন যে এটা খুবই ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা আছে। চব্বিশ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে, রাতে চারজন করে থাকবেন। তারাও চব্বিশ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।’
তিনি বলেন, ‘আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি, যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারবেন। পাশাপাশি, ঘটনার কোনো সত্যতা আছে কিনা, সেটাও যাচাই করে দেখা যাবে।’
তিনি বলেন, ‘বর্ডার এলাকায় পূজামণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে।’
তিনি বলেন, ‘এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।’
তিনি আরও বলেন, যেখানেই পূজামণ্ডপ বসানো হবে, সেই তথ্য সরকারের কাছে জানাতে হবে। পূজা উদ্যাপন কমিটি থেকে তালিকা প্রদান করা হলে তার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে এবার ৩১,৫৭৬টি পূজামণ্ডপ বসবে। এই মণ্ডপগুলির নিরাপত্তার জন্য তিন লাখ আনসার মোতায়েন থাকবে এবং কিছু কিছু মণ্ডপে পুলিশও দায়িত্ব পালন করবে। তিনি আশ্বস্ত করেন, দুষ্কৃতকারী থাকলেও তাদের চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সরকারের।
সম্পাদক : শাহ্ মাশুকুর রশীদ
নির্বাহী সম্পাদক. হাফেজ মাসরুর আহমাদ
ফোন : +44 7464 932581
ইমেইল : rajpothonline@gmail.com
Address : 77 Welch Road,Cheltenham ,
GL51 0EA Uk
Design and developed by BEST-BD