ঢাকা ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনে দায়িত্বরত দুজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
দুর্ঘটনার পর মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়েেজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তবে কমিটির সদস্যদের নাম জানাননি তিনি।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকা এ কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস-এ দায়িত্বরত দুজন কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে লেলওয়ে সূত্রে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
এদিকে, এ দুর্ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে লাইন সচল হয়। এরপর আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ মোগলাবাজার থেকে ঢাকার উদেশে ছেড়ে যায় বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম জানিয়েছেন।
এর আগে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একাধিক বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা একটি লাইন সচল করলে আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়।
বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার নরুল ইসলাম জানিয়েছেন।
আর সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি উদ্ধার করবে। আজকের মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।
তবে বেলা সাড়ে এগারোটার দিকে, সিলেট থেকে ইঞ্জিন এনে, দুর্ঘটনাকবলিত ট্রেনের বাকী বগিগুলো উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মী ও স্থানীয়রা অভিযোগ করেন, মোগলাবাজার রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে সিগন্যাল অমান্য ও বাড়তি গতির কারনে এ দূর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার উর্মি রায় জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ ৬-৭ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা গুরুতর আহত হননি কোনো যাত্রী।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাহ্ মাশুকুর রশীদ
নির্বাহী সম্পাদক. হাফেজ মাসরুর আহমাদ
ফোন : +44 7464 932581
ইমেইল : rajpothonline@gmail.com
Address : 77 Welch Road,Cheltenham ,
GL51 0EA Uk
Design and developed by BEST-BD