ঢাকা ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
রোববার বিকেলে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিলেট বিভাগের ১৯ আসনের ১২৯ জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেয় নি। তবে এ বৈঠকে ছিলেন না বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মক্তাদির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তবে ওই বৈঠকে সিলেট-১ আসনের অপর মনোনয়নপ্রত্যাশী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও সিলেট-২ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী, চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন।
খন্দকার মুক্তাদির সিলেট-১ আসনে ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই মাঠে সকিয় রয়েছেন। এরআগে ২০১৮ সালের নির্বচেনে তিনি সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।
অপরদিকে, যুক্তরাজ্য বসবাসকারী হুমায়ুন কবির সিলেট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি তিনি এলাকায় সক্রিয় হয়েছেন।
রোববারের বৈঠকে এই দুজন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে দলের তৃণমূলের কর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই দুই নেতাই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তাই মহাসচিবের সাথে বৈঠকে অংশ নিতে পারেননি।
এদের মধ্যে খন্দকার মুক্তাদির যুক্তরাষ্ট্রে ও হুমায়ুন কবির যুক্তরাজ্যে অবস্থান করছেন।
এদিকে, ফেসবুকে হুমায়ুন কবির মিডিয়া লে থেকে রোববার দেওয়া এক পোস্টে মহাসচিবের সাথে বৈঠকে উপস্থিত থাকতে না পারার বিষয়টি উল্লেখ করে বলা হয়- দলীয় হাইকম্যান্ডের নির্দেশে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজে দেশের বাইরে অবস্থান করার কারণে হুমায়ুন কবির এ বৈঠকে অংশ নিতে পারেননি।
এতে বলা হয়- ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, সিলেট ১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরও বিদেশে অবস্থান করছেন উনিও আজকের অনুষ্ঠানের যোগ দিতে পারেন নাই।’
‘জনাব হুমায়ুন কবির বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ইউরোপ , আমেরিকা, মধ্যপ্রাচ্য এশিয়া আফ্রিকার সহ বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন দলীয় নির্দেশনা অনুযায়ী।
উনি নির্বাচনের বিষয়টি নিয়ে আগেই স্পষ্টভাবে বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে তিনি সিলেট-২ আসন (বিশ্বনাথ ও ওসমানীনগর) থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
হুমায়ুন কবির মিডিয়া সেলের ওই পোস্টে আরও বলা হয়- ‘তাঁর অনুপস্থিতি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং বিএনপির নীতি ও নেতৃত্বের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন।অতি শীঘ্রই তিনি দেশে ফিরে তার নির্বাচনী এলাকায় গণসংযোগে করবেন’।
তবে রোববারের বৈঠকে কোন আসনেই একক মনোনয়ন প্রত্যাশী চূড়ান্ত হয়নি। তবে বৈঠকে কোন আসনেই একক মনোনয়ন প্রত্যাশী চূড়ান্ত হয়নি।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে সংগঠন শক্তিশালী করা ও প্রচারণায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে সতর্ক করেছেন, প্রার্থীতার প্রচারণা করতে গিয়ে যাতে অভ্যন্তরীণ বিরোধ না দেখা দেয়। এমন ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ ব্যাপারে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জানান, আজকের বৈঠকে মনোনয়ন চূড়ান্ত বিষয়ে কোনো কথা হয়নি, সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় হাইকমান্ড পরবর্তীতে যে সিদ্ধান্ত নিবে সবাইকে সে সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে।
সম্পাদক : শাহ্ মাশুকুর রশীদ
নির্বাহী সম্পাদক. হাফেজ মাসরুর আহমাদ
ফোন : +44 7464 932581
ইমেইল : rajpothonline@gmail.com
Address : 77 Welch Road,Cheltenham ,
GL51 0EA Uk
Design and developed by BEST-BD