ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)-এর সিলেট বিভাগীয় কমিটি (২০২৫-২০২৭) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। নবঘোষিত এই কমিটিতে ৫ জন কে উপদেষ্টা করে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও আজকের বসুন্ধরা পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি আজিজুর রহমান জয়নাল-কে সভাপতি এবং দৈনিক আজকের দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক আজকের বাংলা হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক জনতার মতামত পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান মীর মোঃ সাজন মিয়া-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এই কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: আল হেলাল (দৈনিক খবরপত্র), আব্দুল মালেক (দৈনিক যুগভেরী),হাফিজ মাসুম আহমেদ (দৈনিক বিকাল বার্তা), জয়নাল আবেদীন (দৈনিক ভোরের পাতা), শফিকুল ইসলাম রুম্মন (যায় যায় দিন)। যুগ্ন সাধারণ সম্পাদক: হিসেবে রয়েছেন মাহবুব আহমদ (দৈনিক আজকের বসুন্ধরা), আজিজুল ইসলাম হৃদয় (দৈনিক সচেতন বাংলাদেশ), হাসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), বিশ্বজিৎ রায় (দৈনিক যুগভেরী), সাংগঠনিক সম্পাদক: শিব্বির আহমদ (দৈনিক ভঙ্গবানী), সহ – সাংগঠনিক সম্পাদক: সঞ্জয় কুমার দে (মাই টিভি), অর্থ-সম্পাদক: এম আলী হোসাইন (দৈনিক কাজির বাজার), প্রচার-সম্পাদক : নুরুল ইসলাম (দৈনিক মুক্তির লড়াই), সমাজ কল্যান সম্পাদক: আনোয়ারুল হক (দৈনিক প্রভাত), ধর্ম বিষয়ক সম্পাদক: এম এ ওয়াহিদ চৌধুরী (জকিগঞ্জ সংবাদ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শাওন চৌধুরী (দৈনিক জনতার মতামত), আইন বিষয়ক সম্পাদক: নজরুল ইসলাম (চ্যানেল এস), মানবাধিকার বিষয়ক সম্পাদক: ইভান হোসেন (আজকের বসুন্ধরা), মহিলা বিষয়ক সম্পাদিকা: মুন্নি খানম (দৈনিক নববানী), সহ – মহিলা বিষয়ক সম্পাদিকা: বৃষ্টি আক্তার (দৈনিক এশিয়া), নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ফারুক তালুকদার (দৈনিক প্রতিদিন বাংলাদেশ), কে এম সামছুল হক আল মামুন (দৈনিক ইনকিলাব), আয়েশা সিদ্দিকা তান্নী (দৈনিক সমতল), মোঃ সাদিক হোসেন (জনতার দলিল)। এই কমিটির মাধ্যমে সিলেট বিভাগের সাংবাদিক সমাজ আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অন্যদিকে, সিলেট বিভাগীয় কমিটির সকল নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক : শাহ্ মাশুকুর রশীদ
নির্বাহী সম্পাদক. হাফেজ মাসরুর আহমাদ
ফোন : +44 7464 932581
ইমেইল : rajpothonline@gmail.com
Address : 77 Welch Road,Cheltenham ,
GL51 0EA Uk
Design and developed by BEST-BD