ঢাকা ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
সিলেট ললিতকলা একাডেমীর উদ্যোগে কবি নজরুলের কবিতা ও গানে বর্ষা ও শরত বন্দনা অনুষ্ঠিত হলো ২৮ আগষ্ট বিকেলে। কাজলশাহ অস্থায়ী কার্যালয়ে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ কবির আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন এডভোকেট আব্দুল বাছিত, এডভোকেট মো, তারেক, এডভোকেট নীলাঞ্জন, মো: সালেহ প্রমুখ। বক্তারা বলেন কবি নজরুল ছিলেন দুখী মানুষের কবি,মানুষের দু:খ গাথা জীবন নিয়ে তার অসাধারণ লেখনী কখনোই সমাজ থেকে হারিয়ে যাবে না, তিনি প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করে কবিতায় গানে ফুটিয়ে তুলেছেন। রিমঝিম রিমঝিম নামিল দেয়া,অথবা শিউলি তলায় ভোর বেলায় এসব গান কবিতা আমাদের মনকে আচ্ছন্ন করে তোলে। আমরা তার বর্ষা কিংবা শরতের গান এই প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। মানুষের ভেদাভেদ এবং নির্মমতার বিরুদ্ধে কবি নজরুলের বানী ফোটে উঠুক চারদিকে। একাডেমির অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেজুতি হৃদি, ধরিত্রী, মাহজাবিন, সামিহা,জাহিন,জারা, রায়া,দেবজানি, অন্তি,শ্রেয়া,পল্লবী, স্নেহা,প্রমুখ
প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক : শাহ্ মাশুকুর রশীদ
নির্বাহী সম্পাদক. হাফেজ মাসরুর আহমাদ
ফোন : +44 7464 932581
ইমেইল : rajpothonline@gmail.com
Address : 77 Welch Road,Cheltenham ,
GL51 0EA Uk
Design and developed by BEST-BD