তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে গতকাল এ কথা জানানো হয়েছে।

তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এক সপ্তাহ ধরে তিনি এ হাসপাতালে রয়েছেন। তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ তৌহিদুজ্জামান তুহিন।

তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আক্তার মুন্নী গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, তার বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল শ্বাসকষ্টজনিত কারণে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেছেন সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার জন্য। বিশেষ করে মৃত্যুর খবর প্রকাশের আগে তা যাচাই করার অনুরোধ জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ